খুলনা, বাংলাদেশ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

১৬৬ টির মধ্যে ১১৩ সুপারিশে একমত এনসিপি

গেজেট ডেস্ক

সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার নিয়ে লিখিত মতামত জমা দেয় দলটি। পরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় দলটির সংস্কার সমন্বয় কমিটির সদস্য মুনিরা শারমিন, জাবেদ রাশিম, আরমান হোসাইন ও সালেউদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।

সারোয়ার তুষার বলেন, তারা ১১৩টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন এবং ২৯টি প্রস্তাবের বিষয়ে আংশিকভাবে একমত হয়েছেন। স্প্রেডশিটে মতামত জানানোর পাশাপাশি কিছু ক্ষেত্রে তারা মন্তব্য করেছেন। সেখানে কেন একমত হননি, সেটাও তুলে ধরা হয়েছে।

দুই কক্ষবিশিষ্ট সংসদদের বিষয়ে একমত পোষণ করেছে এনসিপি। দলটি বলেছে, উচ্চকক্ষের প্রার্থী কারা হবেন নির্বাচনের আগেই তা দলগুলোকে ঘোষণা করতে হবে। কারণ, নির্বাচনে একজন ভোটার একটি দেবেন। এজন্য তার জানার অধিকার আছে উচ্চকক্ষে কারা যাচ্ছেন।

এনসিপি বলেছে, রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রী। তবে তা বাধ্যতামূলক না করার প্রস্তাব দেয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!