খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

১৫ মার্চের পর থেকে অব্যবহৃত ডেটা-টকটাইম যোগ হবে

গেজেট ডেস্ক

মোবাইলের অব্যবহৃত ডেটা ও টকটাইম নতুন প্যাকেজে ১ মার্চ থেকে নয়, যোগ হবে আগামী ১৫ মার্চের পর থেকে।

আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন প্যাকেজে অব্যবহৃত ডেটা-টকটাইম ১ মার্চ থেকে যোগ করা হবে বলে এর আগে বিটিআরসি জানিয়েছিল।

আজ বিটিআরসি জানায়, এ নির্দেশ ১ মার্চ থেকে নয়, কার্যকর হবে ১৬ মার্চ থেকে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো অপারেটর নিয়মিত প্যাকেজ, গ্রাহক-কেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন এই ৩টি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারে।

সব ধরনের গ্রাহকদের জন্য নিয়মিত প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি। গ্রাহক-কেন্দ্রিক বিশেষ প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি।

বাকি ১০টি প্যাকেজ থাকবে গবেষণা ও উন্নয়ন বিভাগে। এর মাধ্যমে অপারেটররা প্যাকেজের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবে।

প্রতিটি প্যাকেজে ৩ দিন, ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন এই ৪ ধরনের মেয়াদ থাকবে।

যে কোনো মেয়াদের প্যাকেজ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কেনা হলে, অব্যবহৃত ডেটা নতুন প্যাকেজে যোগ হবে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!