খুলনা, বাংলাদেশ | ২৮ কার্তিক, ১৪৩১ | ১৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপু‌রের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের
  বাকুতে জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির মারা গেছেন

১৫ নভেম্বর দরদের মুক্তি নিয়ে ধোঁয়াশা!

বিনোদন ডেস্ক

‘শাকিব খানের ছবি’ কথাটির মধ্যেই কেমন যেন এক উন্মাদনা কাজ করে সিনেমাপ্রেমীদের মনে। মেগাস্টারেরর নতুন ছবির খবর হলে তো কথাই নেই; উচ্ছ্বাসের কমতি থাকে না যেন কোনোদিক থেকেই। তেমনই গেল ঈদে তুফানি কাণ্ডের পর এবার মেগাস্টারের নতুন ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে দর্শকদের। কারণ, শাকিবের নতুন ছবি দরদ মুক্তির মাত্র আর কয়েকটা দিন বাকি; বলা যায় শাকিবকে নতুন চরিত্রে দেখার জন্য রীতিমতো দিন গুনছেন দর্শকরা।

কিন্তু, ছবিটি নিয়ে যেখানে দর্শকদের উন্মাদনায় থাকার কথা, পরিবর্তে ছবিটি নিয়ে একরকম ধোঁয়াশার মধ্যে কাটাচ্ছেন দর্শকেরা। তাদের সন্দেহ, সত্যিই কি আগামী ১৫ নভেম্বর দেখা মিলবে শাকিব খানের দুলু মিয়া হয়ে ওঠার গল্প?

সামাজিক মাধ্যমে এ নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ধেয়ে আসে। যেমন, শুরুতে ছবিটির জন্য টি-সিরিজ থেকে গান প্রকাশ করা হবে বলে কথা ছিল। কিন্তু চ্যানেলটি থেকে এখনও গানের পোস্টার ছাড়া পুরো গান প্রকাশ করা হয়নি। কিংবা অনন্য মামুন নিজেও গানটির প্রকাশনা নিয়ে কিছু ঘোষণা দেননি।

এ বিষয়ে অনন্য মামুন গণমাধ্যমে জানান, যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি, তাই ভারতের টি-সিরিজের ইউটিউব থেকে গানগুলো রিলিজ করা হবে। অথচ, ছবি মুক্তি নাকের ডগায় এলেও এখনও আসেনি গান।

এ নিয়ে অনন্য মামুনের দিকে আঙুলও তুলছেন নেটিজেনরা। তাদের দাবি, কাজের সঙ্গে কথায় মিল রাখছেন না ‘দরদ’ ছবির নির্মাতা; নেতিবাচক চর্চা তো চলছেই।

এদিকে প্রচারণার ঘাটতি থেকেও সৃষ্টি হয়ে দর্শকমনে ধোঁয়াশা। কারণ, এই প্যান ইন্ডিয়ান বাংলা ছবি একসঙ্গে ছয় ভাষায় মুক্তি, বুর্জ খলিফায় প্রচারণা, শাকিবভক্তদের নিয়ে স্টেডিয়ামে বড় ইভেন্ট- এমন আরও অনেক ঘটনা ঘটবে বলে জানান হয়েছিল। বাস্তবে এর ছিটেফোঁটাও দেখছেন না ভক্তরা।

এরই মধ্যে দেখা গেল খানিকটা শান্তির বার্তা। ভারতের মিউজিক সংস্থা টি সিরিজ এর অফিসিয়াল এক পেজে প্রকাশ করা হল ‘দরদ’ ছবির আইটেম সং ‘জিসম মে তেরে’। সেটি অনন্য মামুন শেয়ার শনিবার দুপুরে শেয়ার করে লিখেছেন, ‘দরদ আসছে ভালোবাসায় ভাসিয়ে দিতে।’ যদিও ওই পোস্টারটিতে গানটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

এর আগে অবশ্য অনন্য মামুন জানান, ১৫ নভেম্বর বিশ্বের ২২টি দেশে একযোগে ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডাতেও ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে বলে খবর। তবে ছবি মুক্তির দিন কয়েক হাতে থাকলেও এখনও প্রচারণায় উল্লেখযোগ্য কিছু দেখা যায়নি

এই মুহূর্তে ভারতে রয়েছেন অনন্য মামুন। ১৫ নভেম্বর আদৌ ‘দরদ’ মুক্তি পাবে কিনা জানতে চাইলে গণমাধ্যমে তিনি বলেন, ‘১৫ নভেম্বর ‘দরদ’ রিলিজ হবেই হবে এতে কোনো সন্দেহ নেই। আশা করছি গান ও ছবি রিলিজের পর ভক্তদের কোনো অভিমান থাকবে না। দরদের গান টি-সিরিজ থেকেই আসবে।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!