খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে।
তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুর মত আন্তর্জাতিক নেতাকে হত্যা করে দাম্ভিকতার সাথে বলে বেড়ায় তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। তাই এই শোকের মাসেই বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে। বিএনপি-জামায়াত দেশ বিরোধী যে ষড়যন্ত্র করছে সে বিষয়ে সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে তিনি বলেন, যেখানেই ষড়যন্ত্রকারী সেখানেই প্রতিরোধ হবে। ১৫ আগস্ট এবং ২১ আগস্ট সৃষ্টিকারীদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। তাদের সমূলে উৎপাটন করতে সকলকে প্রস্তুত হতে হবে। এ যাত্রায় ওদের কড়াল গ্রাস থেকে দেশকে বাচাতে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
শনিবার সন্ধ্যা ৮টায় দলীয় কার্যালয়ে শোকাবহ আগস্ট মাস পালনের লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, অধ্যা. রুনু ইকবাল, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর আব্দুূল ওয়াদুদ, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর এইচ এম ডালিম, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর মো. মনিরুজ্জামান, কাউন্সিলর এস এম খুরশীদ আহমেদ টোনা, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর কনিকা সাহা, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এম এ নাসিম, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেলসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট / আ হ আ