খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৩ নভেম্বর বিএনপি জামায়াত জনজোয়ারে ভেসে যাবে : সিটি মেয়র 

গেজেট ডেস্ক

খুলনা সার্কিট হাউসে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে কার্যনির্বাহী কমিটির সভা করেছে ২৬ ও ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ।  শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় স্ব স্ব ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়। ২৬নং ওয়ার্ডের সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে পশ্চিম বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ে এবং ২৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাই পলাশের সভাপতিত্বে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। পৃথক এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র  তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ফেরদৌস আলম চান ফরাজী, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, শেখ মোহাম্মদ আলী, শেখ খলিলুর রহমান, মুন্সি হেকমত আলী, সাবির খান, কাজী আমজাদ হোসেন টিপু, শেখ সিদ্দিকুর রহমান, দাদন আলী, গোলাম হায়দার বুলবুল, মো. আব্দুল ওয়াদুদ খান, আব্দুস সালাম ফরাজী, মো. টুটুল ফকির, এম এ হাসিব, কাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৩ নভেম্বরে সার্কিট হাউসের জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে। কোন হরতাল অবরোধ এ জনসভাকে বাধাগ্রস্ত করতে পারবেনা। ১৩ নভেম্বর জনজোয়ারে ভেসে যাবে বিএনপি জামায়াত। বাঁধভাঙ্গা জোয়ারে পরিণত হবে খুলনা সার্কিট হাউসে শেখ হাসিনার জনসভা। দলমত নির্বিশেষে সার্কিট হাউসের এই জনজোয়ারে সকলকে শরীক হওয়ার আহবান জানান তিনি।

পৃথক এসভা পরিচালনা করেন যথাক্রমে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিন এবং ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. শামীম মোশাররফ। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, আনিছুজ্জামান লেলিন, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, আব্দুস সবুর মোড়ল, জহুর আলী মোল্লা, আরাফাত হোসেন শুভ, কাজী হেলাল, শেখ জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক হাওলাদার, এস এম সাকিল উদ্দিন, এ্যাড. রোজিনা আক্তার, এ্যাড. এনামুল হক, শামছুল হুদা, খন্দকার কবিরুজ্জামান বাপ্পি, টুলু, মো. শাহীন, ইকবাল হোসেন, রফিকুল ইসলাম, মিন্টু, স্বর্ণা, খেলাফত হোসেন মন্টু, মো. লুৎর রহমান, মো. শাহীন মল্লিক, এম এ মতিন, মুন্সি জাহুিজ্জামান, আবুল খায়ের কামাল, মো. জাহিদ হোসেন, বিবেক বোস, শেখ হারুন মানু, মাওলানা নাঈম, মোসা. রওশনারা, আশরাফুল হক মিলন, এ্যাড. পাপ্পু, আসাদুর রহমান মিলু, শফিকুল ইসলাম বুলবুল, শেখ মনিরুল ইসলাম মনি, মো. আবু হানিফ, খাদিজা কবির তুলি, আব্দুল জলিল হাওলাদার, মো. শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ডাবলু, ফেরদৌসী আলম রিতা, ইলিয়াছ হোসেন লাবু, আল আমিন কবির, তুষার সরকার, আল আমিন রাজু, বিধু পদ দে, আব্দুল কাদির সৈকতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সার্কিট হাউসের জনসভা সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়। খবর বিজ্ঞপ্তির ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!