খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

১২ মাসে ১২ সিনেমা বানানোর ঘোষণা ডিপজলের

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল প্রযোজক হিসেবেও সমান সফল। এবার এই অভিনেতা ঘোষণা দিলেন ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণ করবেন। শুধু তাই নয়, ইতোমধ্যে দুটি সিনেমার নির্মাণ কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন তিনি।

‘অমানুষ হলো মানুষ’ এবং ‘বাংলার হারকিউলিস’ নামের সিনেমা দুটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। প্রতি মাসের ১৬ তারিখ থেকে ডিপজল নতুন সিনেমার কাজ শুরু করেন। গত মাসের ১৬ তারিখ শুরু করেছিলেন ‘বাংলার হারকিউলিস’-এর শুটিং। একটানা শুটিং করে গত সপ্তাহে ক্যামেরা ক্লোজ করেছেন। আসছে ১৬ মার্চ থেকে শুরু হবে আরেকটি সিনেমার কাজ।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘দীর্ঘ সময় নিয়ে আমি প্রায় এক ডজন সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেছি। সব প্রস্তুতি শেষে এখন সেগুলোর কাজ শুরু করেছি।’

সিনেমার যে দুর্দশা চলছে, কাটিয়ে উঠতে ভালো গল্পের নতুন সিনেমা প্রয়োজন। একের পর এক সিনেমা মুক্তি দিলে স্থবির হওয়া চলচ্চিত্র চাঙ্গা হয়ে উঠবে। কর্মহীন সিনেমার মানুষ কাজের সুযোগ পাবে জানিয়ে ডিপজল বলেন, ‘২০০৬ সালে চলচ্চিত্র যখন অশ্লীল সিনেমার আগ্রাসনে নিমজ্জিত তখন ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’সহ একের পর এক গল্পসমৃদ্ধ সুস্থ ধারার সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। দেখা গেল, চলচ্চিত্রে ঘুরে দাঁড়াচ্ছে। অশ্লীল সিনেমা এড়িয়ে সুস্থ ধারার সিনেমা মানুষ গ্রহণ করছে। ফলে আমি মনে করি, চলচ্চিত্রের দুর্দশ কাটাতে কাউকে না কাউকে উদ্যোগ নিয়ে ভালো গল্পের সিনেমা নির্মাণ করতে হবে।’

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!