কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশী মদসহ ইমনকে (২৩) আটক হয়েছে।
ইমন রাজপুর উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ।
কাঁকডাঙ্গা বিওপির নাযেব সুবেদার তাহের এবং বিআইপি এনসিও নায়েক হরমুজ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ আগষ্ট বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।উক্ত অভিযানে কলারোয়া সীমান্তের ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইমনকে আটক করে।
এসময় তার কাছে থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ১২কোটি টাকা মূল্যের ২কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। কাঁকডাঙ্গা বিওপির নাযেব সুবেদার তাহের বলেন- প্রাথমিক জিজ্ঞাবাদে আটককৃত আসামি ইমনের বিরুদ্ধে কলারোয়া থানায় ২ টি মাদক মামলা রয়েছে বলে শিকার করেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, বিজিবির পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
খুলনা গেজেট/এএজে