খুলনা, বাংলাদেশ | ১১ মাঘ, ১৪৩১ | ২৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নগরীর শেখপাড়া তেতুলতলায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্নব কুমার সরকার গুলিতে নিহত

১০ লাখ টাকা ঘুষ গ্রহণকালে ধরা রাজশাহীর উপ-কর কমিশনার মুহিবুল

গেজেট ডেস্ক

১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় উপ-কর কমিশনার মুহিবুল ইসলাম ভুইয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাও ঘটে।

দুদক বলছে, দুর্নীতি দমন কমিশন রাজশাহী জেলা কার্যালয় ফাঁদ পেতে মুহিবুল ইসলামকে হাতেনাতে ধরেছে। রাজশাহীর বোয়ালীয়া থানার উপশহর হাউজিং এস্টেটের বাসিন্দা ডা. ফাতেমা সিদ্দিকার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। রাজশাহীর সার্কেল-১৩-এর হেলানাবাদ এলাকার কর ভবন থেকে তাকে আটক করা হয়।

অভিযোগের বিবরণে বলা হয়, উপ কর কমিশনার মুহিবুল ইসলাম স্বল্প কর নির্ধারণের অভিযোগ হতে অব্যাহতি প্রদানের প্রলোভন দেখিয়ে অভিযোগকারীর কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের অগ্রিম হিসেবে ১০ লাখ টাকা গ্রহণের সময় তাকে ধরা হয়। অভিযানটি পরিচালনা করেন রাজশাহী দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে একটি টিম রাজশাহী সার্কেল ১৩ এর উপ করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এসময় মহিবুলের ইসলাম ভুঁইয়া চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে কর অফিসের কর্মচারীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুদকের ওপর হামলা করেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপ করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়া অভিযোগ করে বলেন, ডাক্তার ফাতেমা সিদ্দিকিয়া ২৬ কোটি টাকার সম্পদ গোপন করেছেন। এটি নিয়ে কাজ করতে গেলে তিনি আমাকে ফাঁসিয়েছেন। তিনি ১০ লাখ টাকা নিয়ে এসে আমাকে সাজানো অভিযানে আটক করে নিয়েছেন। দুদক আমাকে মারধর করেছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!