ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম ম্যাচটায় এগিয়ে থেকেও হেরেছিল সফরকারী পাকিস্তান। ওই এক জয়েই শেষ পর্যন্ত সিরিজটা জিতে নিলো স্বাগতিক ইংল্যান্ড। তাতেই দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানকে সিরিজে হারিয়েছে ইংলিশরা। এর আগে ২০১০ সালে ৪ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা।
সাউদাম্পটনে দ্বিতীয় টেস্টের ফলাফল হয় নিষ্প্রান ড্র। তৃতীয় টেস্টে দুদলেরই নিজেদের সেরাটা দেয়ার পালা। কিন্তু কিছুই হলো না। এই ম্যাচটার বেশির ভাগ সময়ই গেছে বৃষ্টির পেটে।
ম্যাচ ড্রতে শেষ হলেও দারুণ এক কৃতিত্ব গড়েছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে একমাত্র পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
সাউদাম্পটনে শেষ ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত ছিল ইংলিশরা। প্রথম ইনিংসে জ্যাক ক্রাউলির ২৬৭ রানের ইনিংসে সঙ্গে জস বাটলারের ১৫২ রানে ৫৮৩ রানের নিচে চাপা পড়া পাকিস্তান ধুঁকেছে প্রথম ইনিংসে।
ইংলিশ পেসারদের তান্ডবের সামনে শুধু আজহার আলিই ধ্বংসস্তুপ ঠেলে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তার ১৪১ রানের ইনিংসে পাকিস্তান অল-আউট হয় ২৭৩ রানে।
ফলো-অনে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বৃষ্টি মাথায় হেরে যাওয়া থেকে বাঁচল বলা যায়। এন্ডারসন, স্টুয়ার্ট ব্রডের গতির সামনে অন্তত হারতে হয়নি ইনিংস ব্যবধানে।
গত দিনে ১৪ ওভার খেলে দিন শেষ করা পাকিস্তানের আজ ৮৩ ওভার পর্যন্ত খেলে মোট ১৮৭ রান তোলে ৪ উইকেটে। বাকি সময়ে আর খেলা হয়নি দুই দলের সমঝোতায়।
খুলনা গেজেট/এএমআর