রাজনীতির মাঠে সব জল্পনা এখন ১০ ডিসেম্বর ঘিরে। সবার আগ্রহ কি ঘোষণা আসছে বিএনপির সমাবেশ থেকে।
দলটির একাধিক নেতা জানিয়েছেন, সরকার পতনে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয়া হবে ওই দিন। ১০ ডিসেম্বর ১০ দফা দাবির একটি খসড়া রূপরেখা তৈরি করেছে বিএনপি। যা এরই মধ্যে সমমনা দলগুলোর কাছে পাঠানো হয়েছে। একাধিক বৈঠকে নেয়া হচ্ছে মতামত।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংস্কার করে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার প্রতিষ্ঠা। এই প্রশ্নে আমাদের আলোচনা চলছে। আশা করি খুব দ্রুতই আমরা একটি অভিন্ন লক্ষে পৌঁছাতে পারব।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কিছু বিষয়ে বিএনপির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন হবে। আমি বিশ্বাস করি আমরা একটি রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করে একটি মতৈক্যের জায়গায় পৌঁছাতে পারব।
বিএনপির আন্দোলনের দফাগুলোর সঙ্গে অন্যরাও প্রায় একমত। আলোচনার মাধ্যমেই ঘোষণা দেয়া হবে যুগপৎ আন্দোলনের। সমমনা দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানান, আমরা আলাপ আলোচনার মাধ্যমে যুগপৎ আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই। আমরা এই সরকারের পতন চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।
বিএনপির এই সিনিয়র নেতা বলছেন, এই মুহূর্তে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যাচ্ছে না দলটি।
খুলনা গেজেট/এইচ