ফায়ার সার্ভিসের ১০ ঘণ্টার চেষ্টায় রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ার লাইটের কারখানা ও গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনাপাড়ার বাদশা মিয়া সড়কের পাশা টাওয়ারের এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং ১০ তলা ভবনের পাঁচ, ছয় ও সাততলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে লাইট ও ব্যাটারির গুদাম এবং ফ্যান তৈরির কারখানা ছিল। অগ্নিকাণ্ডের খবরে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পর্যায়ক্রমে সংখ্যা বাড়িয়ে ১৬টি ইউনিটের চেষ্টায়, রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ ছাড়া, জরুরি বহির্গমনের সিড়ি না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
খুলনা গেজেট/এনএম