হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শিবম দুবে ও রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ভারত। ১৯৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে (লিটন-তানজিড, হৃদয়, সাকিব, শান্ত, জাকের) ১২২ রান তুলেছে টাইগাররা
আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে রোহিত ভারতের। হেরে গেলেও আরেকটি সুযোগ আছে কোহলিদের। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে।
তবে দুশ্চিন্তায় বাংলাদেশ। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার। আজ দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিততে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। এমন কঠিন সমীকরণের ম্যাচে শনিবার ওয়েষ্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।