জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকীতে রোববার (১৭ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করেন জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পুষ্প অর্পণকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, লায়লা পারভীন সেঁজুতি এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু আহম্মেদ, আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সব্রুত ঘোষ প্রমূখ ।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কাজী ফিরোজ হাসান,সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, শেখ নাজমুল হক রনি, রফিকুল ইসলাম, জিয়াউল হক বনি,এমডি রায়হান সিদ্দিকী।
কৃষক লীগের পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা রুবি, সহ সভাপতি এড আল মাহমুদ পলাশ, পৌর আহবায়ক সেলিম রেজা মুকুল,সদস্য সচিব শহীদুল হক, জেলা যুবলীগের পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক কাজী হিল্লোল, তানভীর সুজন, সদস্য বশির আহমেদ।
সাতক্ষীরা জেলা ট্রাক,কার্ভাড, ট্যাংকলরী পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পুষ্প অপর্ণে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, হারুন অর রশিদ, ্কামরুল ইসলাম।
জেলা যুবমহিলা লীগের পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সিমা সিদ্দিকী, স্বাস্থ্য জনসংখ্যা সম্পাদক খুকুমনি,সহ দপ্তর সম্পাদক মারিয়া রহমান, জবা রহমান প্রমুখ। পৌরসভার ৮ নং ওর্য়াড আওয়ামী লীগের পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন, এড আল মাহমুদ পলাশ, বাবর আলী,আবু বক্কার, মনিরুল ইসলাম, জামাল উদ্দীন,প্রতাপ সিংহ প্রমুখ।
এ ছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবজীবন ইনস্টিটিউট, জেলা বাস মালিক সমিতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ।