ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নতুন মৌসুম শুরু করেছিল হার দিয়ে। টটেনহ্যামের বিপক্ষে পরাজয় দিয়ে শুরুর পর ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই জয়ের দেখা পেয়েছে চ্যাম্পিয়নরা।
শনিবার (২১ আগস্ট) রাতে ইত্তিহাদে দা সিটিজেনরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইপিএলে নতুন আসা ক্লান নওরিচকে। এই ম্যাচে অন্যরকম অভিষেক হয় ১০০ মিলিয়ন পাউন্ড ম্যান খ্যাত জ্যাক গ্রিলিশের। অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই ইংলিশ তারকাকে চলতি মৌসুমে দলে ভেড়ায় ম্যানসিটি।
শুরুর ৭ মিনিটে নওরিচের ক্রুলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানসিটি। এরপর শুধু এগিয়ে যাওয়ার পালা। ১৫ মিনিট না যেতেই জালে বল জড়ান গ্রিলিশ। ১০০ মিলিয়ন পাউন্ড দিয়ে এই ফুটবলারকে দলে নিয়ে এসেছিল সিটি; ঘরের মাঠে তিনিও হতাশ করেননি ক্লাবকে।
গ্রিলিশের অভিষেক গোলের ম্যাচে শেষ পর্যন্ত বড় জয় পায় সিটি। অবশ্য প্রথমার্ধে আর কোনো গোল পায়নি পেপ গার্দিওয়ালার শিষ্যরা। বিরতির পর ৬৪ মিনিটে তৃতীয় গোলটি করেন লাপোর্তে। এর ৮ মিনিট না যেতেই লক্ষ্যভেদ করেন রহিম স্টার্লিং। আর ম্যাচের ৮৪ মিনিটের সময় নওরিচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রিয়াদ মহারেজ।
এই জয়ে দুই ম্যাচ শেষ পয়েন্ট টেবিলে ম্যানসিটির অবস্থান ৫ নম্বরে। ২ ম্যাচে ইপিএলের রাজাদের পয়েন্ট ৩। প্রথম ম্যাচে তারা হেরেছিল টটেনহ্যামের বিপক্ষে।
খুলনা গেজেট/কেএম