খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

১০০ নয়, টিসিবির চিনি ৭০ টাকা কেজি

গেজেট ডেস্ক

রমজান মাসকে সামনে রেখে কার্ডধারী পরিবারগুলোর মধ্যে ভর্তুকি মূল্যে ৭০ টাকা কেজিতে চিনি বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার এক অডিও বার্তায় টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টিসিবির পণ্যের মূল্যে যে সমন্বয় করা হয়েছে, সেখানে চিনির মূল্য ১০০ টাকা নয়, আগের মূল্য ৭০ টাকাই রাখা হয়েছে।

আগের দিন বুধবার অবশ্য চিনির কেজি ১০০ টাকা বলে জানেয়েছিল প্রতিষ্ঠানটি। টিসিবির পক্ষে এদিন জানানো হয়, ফ্যামিলি কার্ডসহ একজন সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এবং ১ কেজি খেজুর কিনতে পারবেন।

বুধাবার বলা হয়েছিল, এ ক্ষেত্রে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০০ টাকা, চিনির দাম ১০০ টাকা, মসুর ডালের কেজি ৬০ টাকা, খেজুরের দাম ১৫০ টাকা এবং চালের দাম ৩০ টাকা কেজি।

টিসিবির প্রতি কেজি চিনির দাম গত বছর ছিল ৬০ টাকা।

টিসিবি জানায়, ক্যাম্পেইন চলাকালে পরিবেশকদের দোকান বা নিজ নিজ এলাকায় নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারীরা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে রমজান বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!