খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেট হারানোর পর আফিফ-মিরাজে ভর করে জয় পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বড় জয়ের পর হেরে যায় শেষ ওয়ানডেতে।

এবার পালা ‍দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের। ম্যাচগুলো হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের টিকিট ম্যাচের আগের ও ম্যাচের দিন পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারির, ১০০ টাকা। এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের ১৫০, ক্লাব হাউজের ৩০০, ভিআইপি স্ট্যান্ডের ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা।

আগামী ৩ ও ৫ তারিখ হবে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচগুলো।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!