১৯৭৫ সাল থেকে হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। কোনো বিশ্বকাপে দলসংখ্যা ছিল বেশি, কোনো বিশ্বকাপে কম। প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল মাত্র ৮টি দল। এরপর ১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭ বিশ্বকাপেও দল সংখ্যা ছিল ৮টি। ১৯৯২ সালে দলসংখ্যা বেড়ে হয়েছিল ৯টি। ১৯৯৬ সালে ১২টি, ১৯৯৯ সালে ১২টি, ২০০৩ সালে ১৮টি, ২০০৭ সালে ১৬, ২০১১ ও ২০১৫ সালে ১৪টি ও ২০১৯ সালে ছিল ১০ দল।
আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের সংগঠন ফিকার এক জরিপে উঠে এসেছে ৫৫ শতাংশ খেলোয়াড়রা চান বিশ্বকাপ ১০টির বেশি দলের অংশগ্রহণে হোক। তাদের এই জরিপে অংশ নিয়েছিল ২৭৭ জন খেলোয়াড়।
অর্থাৎ ক্রিকেটাররাও চান বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা বাড়ুক। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ হোক।
খুলনা গেজেট/এএমআর