গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার ম্যাচে আর্জেন্টিনা নেমেছিল বলিভিয়ার বিপক্ষে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচের প্রথমার্ধেই নৈপুণ্য দেখিয়েছেন মেসি, করেছেন জোড়া গোল। আছেন হ্যাটট্রিকের মুখেও। তাতে আর্জেন্টিনা এগিয়ে আছে ৩-০ গোলে।
কোচ লিওনেল স্ক্যালোনি এদিন দলে এনেছেন ছয় পরিবর্তন। হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার চোখরাঙানি ছিল ছয়জনের ওপর, তার ওপর নকআউটের আগে বেশ কিছু খেলোয়াড়কে বাজিয়ে দেখাও যে বাকি ছিল! সবকিছুর মিশেলে বলিভিয়ার বিপক্ষে প্রায় বদলে যাওয়া এক একাদশ নিয়েই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ছয়জন হলেন, এমিলিয়ানো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ, জিওভানি লো চেলসো, লিয়ান্দ্রো পারেদেস, হোয়াকিন কোরেয়া ও লাওতারো মার্টিনেজ। তাদের বদলে একাদশে রয়েছেন গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি, লিসান্দ্রো মার্টিনেজ, গিদো রদ্রিগেজ, এক্সেকিয়েল পালাসিওস, হেরমান পেজ্জেলা ও আনহেল কোরেয়া।
তবে আর্জেন্টিনা দলে আর যাই হোক, একজনের জায়গা পাকা, কথাটা লিওনেল স্ক্যালোনির। মেসি সম্পর্কেই যে বলেছেন, তা কি আর বলে দিতে হয়? আর্জেন্টিনা কোচ জানিয়েছিলেন, বিষয়টা নিজের পারফর্ম্যান্স দিয়েই আদায় করে নিয়েছেন মেসি।
কোচ স্ক্যালোনির সেই কথাকে প্রমাণ করতেই যেন উঠে পড়ে লাগলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ষষ্ঠ মিনিটে সতীর্থ আলেসান্দ্রো পাপু গোমেজকে দিয়ে করালেন এক গোল। এরপর ৩২ মিনিটে পেনাল্টি থেকে করলেন একটি, টুর্নামেন্টে ‘ওপেন প্লে’ থেকে নিজের প্রথম গোলের দেখাও পেলেন এর একটু পরেই। তাতে চলে গেলেন হ্যাটট্রিকের খুব কাছে। তাতে আর্জেন্টিনা বিরতিতে গিয়েছে ৩-০ গোলের বিশাল এক ব্যবধান নিয়ে।
খুলনা গেজেট/ টি আই