খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন চমক

গেজেট ডেস্ক

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও শেয়ার করতে, পোল পরিচালনা করাসহ গ্রুপ করেও কলে যুক্ত হওয়া যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ।

পাকিস্তানের গণমাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটি অফিসিয়াল কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে প্রচুর মানুষ এটি ব্যবহার করে থাকে। তাই ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন ফিচার যুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় এবার ট্রান্সলেট ম্যাসেজ নামে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট বার্তা এবং চ্যানেলের আপডেটগুলো সরাসরি অ্যাপের ভিতরেই অনুবাদ করার সুযোগ পাবে। ফলে অনুবাদের জন্য থার্ড পার্টির কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল করতে হবে না। অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন এবং ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষিত থাকবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণ (2.24.26.9) এর ব্যবহারকারীরা বর্তমানে এই সুবিধা নিতে পারছেন। অফলাইন অনুবাদকে সমর্থন করার জন্য ব্যবহারকারীরা আগেই ভাষার প্যাক ডাউনলোড করতে পারবেন। একবার ইনস্টল হয়ে গেলে ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াই বিভিন্ন ভাষার বার্তা পড়তে পারবেন।

তবে এটি গুরুত্বপূর্ণ যে, এই অনুবাদগুলো নির্দেশমূলক হয়েছে কিনা সেটি বিবেচনা করা। কারণ অফলাইন প্রক্রিয়াকরণের কারণে মাঝে মাঝে ভুল অনুবাদও হতে পারে। যদিও ফিচারটি এখনও আরও উন্নত করা জন্য চেষ্টা করা হচ্ছে।

এদিকে অন্য এক প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি গ্রুপের মধ্যে সব সদস্যদের কলে যুক্ত না করে কল করতে পারবেন।

এতে আরও বলা হয়, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ এবং মোবাইলের জন্য বেশ কিছু নতুন কল ফিচার এনেছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি হলো গ্রুপ চ্যাটের ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন ঠিক করতে পারবেন কোন গ্রুপ সদস্যদরে তারা কল করতে চান। এর মানে গ্রুপের সবাইকে বিরক্ত না করে শুধু গ্রপের সদস্য সিলেক্ট করে কল করা যাবে।

এছাড়াও ভিডিও কলে নতুন ইফেক্ট এনেছে হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রামের ফিল্টারের মতো, ব্যবহারকারীরা এখন পপি ইয়ারস, আন্ডারওয়াটার, একটি ক্যারাওকে মাইক্রোফোন এবং আরও অনেক ইফেক্টের মধ্য থেকে বেছে নিতে পারবেন। এতে মোট দশটি নতুন ইফেক্ট বেছে নেয়ার সুযোগ থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!