খুলনা, বাংলাদেশ | ৩ পৌষ, ১৪৩১ | ১৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ, নিহত ২
  দ্বিতীয় টি-20: ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণ পত্র, ক্লিক করলেই সর্বনাশ

গেজেট ডেস্ক 

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে হ্যাকাররা অভিনব পদ্ধতিতে প্রতারণা করে যাচ্ছে।

ধরেন একদিন সন্ধ্যায় আপনি ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ খুললেন। সেদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজ ছিল, তবে একটা মেসেজ আপনার নজর কেড়ে নিল। মেসেজটা ছিল একটি বিলাসবহুল বাগানের ছবিসহ একটি বিবাহের নিমন্ত্রণপত্র। দারুণ খুশি হয়ে গেলেন আপনি।

মেসেজের শেষে যে লিঙ্কটা ছিল, সেটা নজর এড়াল না। সেই লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছিল, যেখানে উল্লেখ করা ছিল- ‘নিমন্ত্রণপত্র প্রাপ্তির জন্য এই লিঙ্কে ক্লিক করুন।’ একটি ‘নিমন্ত্রণপত্র’ দেখতে যে উত্তেজনা, তা সামলাতে না পেরে আপনি তৎক্ষণাৎ লিঙ্কটি ক্লিক করলেন।

কিছু সময়ের মধ্যে একটি পেজ ওপেন হল, যেখানে ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে জানতে চাওয়া হয়। আপনি সাতপাঁচ না ভেবে যেই সেই লিঙ্ক ক্লিক করলেন ব্যাস ফাঁকা হয়ে গেল আপনার ব্যাংক অ্যাকাউন্ট।

এটি একটি নতুন ধরনের ডিজিটাল প্রতারণা যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়েছে। হোয়াটসঅ্যাপে এমন মেসেজগুলো দিয়ে সকলকে প্রলোভিত করা হচ্ছে। সাইবার অপরাধীরা এই ধরনের ভুয়া বিয়ের নিমন্ত্রণ পাঠিয়ে সকলকে বোকা বানানোর বিষয়ে জোর দিয়েছে।

সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশ সাইবার পুলিশ জানিয়েছে এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ তাদের সামনে এসেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি এই ধরনের কোনও লিঙ্ক ফোনে আসে তাহলে কখনও সেগুলোতে ক্লিক করবেন না।

প্রতারণার মাধ্যমে শেষ হয়ে যেতে পারে আপনার যাবতীয় সঞ্চয়। এখানে এমন একটি ব্যবস্থা করা হয়েছে যেখানে ক্লিক করলেই আপনি সরাসরি হ্যাকারদের কবলে পড়ে যাবেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!