খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ১০৪

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের আগে দারুণ বোলিংয়ে নিজের আত্মবিশ্বাস বাড়ালেন মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেট তুলে নিলেন তিনি। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে বাঁহাতি পেসার বোল্ড করেন জেসি সিংকে (৬)। এরপর শেষ বলেও উইকেট নেন তিনি। নিসর্গ প্যাটেল রিশাদ হোসেনের ক্যাচ হন। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৬ উইকেট পেলেন মোস্তাফিজ। যুক্তরাষ্ট্র থামে ৯ উইকেটে ১০৪ রানে। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ১০৫ রান।

এনিয়ে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন মোস্তাফিজ। করলেন ক্যারিয়ার সেরা বোলিং। ১৯টি ডট বল দিয়েছেন, ১০ রানের চারটি এসেছে ওয়াইড থেকে। কেউই তার বলে চার-ছয় মারতে পারেননি।

দুর্দান্ত বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ভোগাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ১৮তম ওভারে তৃতীয়বার বল হাতে নিয়ে তিন নম্বর উইকেট পেলেন তিনি। ১৭ বলে ১২ রান করে শ্যাডলি ফন শ্যালকউইক তার বলে বোল্ড হন। ১৭.৩ ওভারে ৯২ রানে ৬ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ওই ওভারের পঞ্চম বলে কোরি অ্যান্ডারসনকে (১৮) বোল্ড করেন বাঁহাতি পেসার। ১৭.৫ ওভারে ৯৪ রানে সপ্তম উইকেট নেই স্বাগতিকদের।

এর আগে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে হিউস্টনে তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বাংলাদেশ। শনিবার টসে জিতেছে তারা এবং বোলিং নেয়।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারে। পরেরটিতে স্বাগতিকরা জেতে ৬ রানে। ২-০ তে তিন ম্যাচর সিরিজে এগিয়ে আমেরিকান।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। লিটন দাস ও হাসান মাহমুদকে একাদশে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও জাকের আলী

সিরিজ জিতে নেওয়ায় যুক্তরাষ্ট্র বেঞ্চের শক্তি পরীক্ষা করছে। তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেলর, হারমীত সিং ও আলী খান। দলে ঢুকেছেন শায়ান জাহাঙ্গীর, নসথুশ কেনজিগে, মিলিন্দ কুমার ও নিসর্গ প্যাটেল।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। লিটন দাস ও হাসান মাহমুদকে একাদশে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও জাকের আলী

যুক্তরাষ্ট্র তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেলর, হারমীত সিং ও আলী খান। দলে ঢুকেছেন শায়ান জাহাঙ্গীর, নসথুশ কেনজিগে, মিলিন্দ কুমার ও নিসর্গ প্যাটেল।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!