আজ থেকেই হোম কোয়ারেন্টিনে প্রবেশ করেছে নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের ক্রিকেটাররা। আজ ও কাল হোম কোয়ারেন্টিনে থেকে পরশু দিন হোটেলে উঠবে টাইগাররা।
স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারদের জন্য আজ ও কাল হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক। এ দুই দিন ক্রিকেটাররা ঘরের বাইরে যেতে পারবে না। তাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজ ছিল একদম নীরব।
২৪ আগস্ট সকালে হোটেলে উঠবে বাংলাদেশ দল। পরিবারের সাথে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করা অলরাউন্ডার সাকিব আল হাসানও দেশে ফিরবেন এদিন সকালে। এরপর দলের সঙ্গে হোটেলে যোগ দিবেন তিনি।
একই দিন দুপুরে হোটেলে উঠবে সফরকারী নিউজিল্যান্ড। এরপর সেখানে কোয়ারেন্টিনে থাকার পর ২৭ তারিখ থেকে দুই দল অনুশীলন করার সুযোগ পাবে।
১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। পরের ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।