হে! বুদ্ধিজীবী
বারবার মনে পড়ে
তোমারই কথা,
১৪ই ডিসেম্বর কি হয়েছিল
বর্বরতার এ হ্রদয় গাঁথা!
হারিয়েছি তোমাদের-
এক নিছক খেলার দাবানলে,
কেড়ে নিয়েছে এ প্রান
দুষ্টু ঘষেটির দলে!
কত মা, বোন হয়েছে ধর্ষিত!
হ্রদয় ভাঙা মন কলুষিত,
জাগেনি তখন এ বিবেক!
তোমরা জাগার আগে
নিভে গেছে এ বাংলার লেক!
ষড়যন্ত্র আর বিচক্ষণ ক্ষমতায়
হয়ে পড়েছে কি বর্বরতা,
সেদিনের কথা আজো জেগে যায়
এ বুকের গভীরতা!
বুঝাতে পারবনা,কলিজা চিড়ে
কি দহন-দগ্ধতা,
কন্ঠে প্রতিধ্বনিত এ শোকের প্রতীক
আজও করে মুগ্ধতা!
জানায় ছালাম তোমাদের হে
শহীদ বুদ্ধিজীবী!
থাকো হয়ে বীরের মত
করুক খোদা,জান্নাত নছিবী!!