হে নজরুল
তুমি মানুষের কথা লিখেছো বারবার
কিন্তু আজো আমরা মানুষ হতে পারিনি
আমাদের মনুষ্যত্ব আজ তলানিতে
লোভ-লালসা-জিঘাংসার শিকার হয়ে।
হে নজরুল
তুমি লিখেছো ‘পাপী’ কবিতা
কিন্তু আমরা তো পাপের দরিয়ায় হরদম খেলা করছি
জাহেলিয়াত আর আদিম হিংস্রতা
আজো দুনিয়া দাপাদাপি করে।
হে নজরুল, তুমি সাম্যবাদ
নিয়ে হুঙ্কার ছেড়েছো
আজো আমরা তা লাভ করতে পারিনি
চারিদিকে শুধু ‘দাও দাও’ ধ্বনি
সমান অধিকার ধুলায় গড়াগড়ি দেয়
কর্পোরেটের ফাঁদে পৃথিবী আজ
দখলদারির কবলে।
খুলনা গেজেট/কেএম