মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক পদে নির্বাচন করে হেরে গেলেন আব্দুস সালাম মুর্শেদী। আজ (শনিবার) হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত নির্বাচনে ২০ জন প্রার্থীর মধ্যে ভোটের হিসেবে ১৮তম হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি।
মোহামেডানের নির্বাচনে অন্যতম বড় চমক, সালাম মুর্শেদীর এভাবে হেরে যাওয়া। সরকারদলীয় এই সংসদ সদস্য ১২১টি ভোট পেয়েছেন। মজার বিষয় হলো, তিনি নিজে প্রার্থী হলেও নির্বাচনে ভোট দিতে আসেননি।
সবচেয়ে বেশি ২২৬ ভোট পেয়ে মোহামেডানের পরিচালক হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।
আর সবচেয়ে কম ৫৪টি ভোট পেয়েছেন বিদায়ী পরিচালক কামরুন নাহার ডানা।
১৬টি পরিচালক পদের বিপরীতে ২০টি মনোনয়নপত্র জমা পড়েছিল। আজ (শনিবার) হোটেল লা মেরিডিয়ানে এই ১৬ পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ভোটার সংখ্যা ছিল মোট ৩৩৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ২৩৯টি। নিয়ম ভঙ্গ করায় সেখান থেকে ৭টি ভোট বাতিল করা হয়।
খুলনা গেজেট/এমএইচবি