হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইসলামী ঐক্যজোটের একাংশের প্রভাবশালী নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের লালখান বাজারস্থ মুফতি হারুন ইজহার নিয়ন্ত্রিত মাদ্রাসা থেকে র্যাবের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
মুফতি হারুন ইজহারের ব্যাক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে মুফতি হারুন ইজহারের বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ, শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনাসহ সর্বমোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ এবং দুই মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় তিনি দীর্ঘদিন কারাভোগও করেন।
খুলনা গেজেট/কেএম