১.
শীতের সকালে মৃদুমন্দ বাতাস বয়,
ঘন কুয়াশায় ঢাকা আকাশে, খুঁজে বেড়াই –
সূর্যোদয়ের লাল রঙিন আভা। প্রকৃতির শুভ্রতায়
– ছাদের চারদিকে, ঘেরা সবুজাভ গাছপালা;
– প্রকৃতি সৌরভে, মনোরম বিশ্বস্ত মন। অনাবিল
ভাবনার মাঝে খুঁজি-সুখ, নিরন্তর।
অপূর্ব সৌন্দর্যে রাস্তার পাশে ঐ লাইট পোষ্ট জ্বলে
রাত্রির কুয়াশা ম্লান আকাশে। জীবনটুকু বিভোর –
মায়াবী স্বপ্নের কৌতূহলে, গুচ্ছ গুচ্ছ ফুলে ভাবনা
– অনন্তর।
আনন্দ বিহ্বল মন কখনও হতাশায় ডুবে না, সাগর
তরঙ্গে। নিরবধি ঝর্ণার স্রোত মিশে যায়
– সাগর মোহনা-প্রবালে। প্রবাহ ধারা কর্ণফুলী জলে
নীলাকাশ ছেয়ে রয়, মেঘমালা কুঞ্জে, সাঁঝের
মায়ায় গোধূলি বেলা অন্তরাগে জীবনের সকল
কোলাহল থেমে যায়, পৃথিবীর সকল ভালোবাসা
অনুরাগে, হৃদয়ের সুখে, ফুলের পাঁপড়ি মেলে।
জীবন সন্ধ্যা যখন ঘনায়, নীরব সাগর উত্তাল
হয় না, কভু মহা দুর্যোগ ছাড়া, নতুন জোয়ারে
সকল স্বপ্ন, আকাঙ্ক্ষা বাসনা, জীবন সমুদ্রে মিশে
হাবুডুবু খায়, সবকিছুর বাঁধা ঠেলে। শতো
সুখ নতুন শপথে, এগিয়ে গেলে।’
২.
জীবন অন্তরালে, সকল কান্নাহাসি সুখ শতো –
ভাবনার ছায়াতলে, স্রষ্টার মহিমা সদা স্মরণে।
সংসার মায়াজালে আবদ্ধ যে হৃদয়;- “আড়ম্বর
সেই মোগল আমলের”- রঙিন জীবন মাঝে বিপুল
স্বর্ণ শোভিত, খচিত ‘ময়ূর সিংহাসন” আজো সবার
দু’চোখ তাক লাগিয়ে রাখে, – সমূহ সৌন্দর্যে!!
হৃদয় মুগ্ধ, শ্বেত মর্মর শুভ্র পাথর দর্শনে ডুবে মন
আগ্রার তাজমহলের অপরূপ সৌন্দর্য কাননে।
হৃদয় গভীরে সূর্য উঁকি দেয়, স্নেহ মমতা
ভালোবাসার টানে। গ্রামের শিশির ভেজা ঘাসের সবুজে
মাতৃস্নেহে সদা রয়, বুকের আবেগ, আদর সোহাগ
অশ্রুজলে, বাসনা অনলে।
বাগানে বাগানে কতো শতো প্রজাপতি ডানা
মেলে, সুমধুর আহবানে। সকল ভাবনার মাঝে
অতীত স্মৃতি ভুলে,- কভু জীবন সন্ধ্যা ঘনিয়ে
– এলে, শান্তিময় জীবন খুঁজে নতুন ভালে।
পৃথিবীর সকল সুখ খুঁজি আমি প্রকৃতির মাঝে ,
– নরম, আদ্র বাতাসে, নির্মল ঊষার স্বপ্নালোকে
সাগর জলে, নদীর কল্লোলে, ঘাসের শিশিরে
হৃদয় মুগ্ধ – বিধাতার সৃষ্টির সকল মহিমার
– সদা-স্মরণকালে!