ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে তাঁকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর বনশ্রীতে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফুয়াদ নাসের বাবু। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে তার হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিউই) ভর্তি আছেন।
১৯৭৬ সালে যাত্রা শুরু করে ব্যান্ড ফিডব্যাক। এই ব্যান্ডের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘এই দিন চীরদিন রবে’, ‘মৌসুমী’, ‘গীতিকবিতা ১ ও ২’, ‘মাঝি’, ‘চিঠি’, ‘টেলিফোনে ফিসফিস’ গানগুলো উল্লেখযোগ্য। ব্যান্ডটির সবচেয়ে জনপ্রিয় গানটি হলো ‘মেলায় যাইরে’, যা বাঙালির বর্ষবরণ পহেলা বৈশাখের মূল গান হিসেবে পরিচিতি পেয়ে গেছে।
ফোয়াদ নাসের বাবু ব্যান্ডের পাশাপাশি চলচ্চিত্র ও টিভি নাটকে কয়েক দশক ধরে নিয়মিত সংগীত পরিচালনা করছেন।
খুলনা গেজেট/এমএইচবি