খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

হুমকিতে জনজীবন, তাপমাত্রা কমানোর আহবানে সাতক্ষীরায় প্রতীকী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আজারবাইজানের বাকুতে শুরু হওয়া কপ২৯ সম্মেলনের প্রাক্কালে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার শহিদ আবদুর রাজ্জাক পার্কে সকাল ১০ টায় এক শক্তিশালী প্রতীকী প্রচারণার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন স্বদেশ।

এই প্রচারণার মূল বার্তা ছিল, “Every Degree Counts—Cool Down the Earth!”। প্রচারণায় তারা একটি প্রতীকী পৃথিবীকে জ্বলন্ত আগুনে পুড়ে যাওয়া প্রদর্শন করেন। বিশ্বব্যাপী উষ্ণায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে জনজীবনে সৃষ্ট সংকট এবং পরিবেশের প্রতি তার ক্ষতিকর প্রভাব জনসম্মুখে তুলে ধরতে এই প্রচারণা কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ।

প্রচারণায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, আমাদের ভবিষ্যৎ পুড়ে যাচ্ছে, তাই তাপমাত্রা কমানো এখন সময়ের দাবি। তাপপ্রবাহের ফলে জনজীবন যে প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে, তা তুলে ধরে তারা বলেন, প্রতিটি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, তাপপ্রবাহ এখন বর্তমান বাস্তবতা, তাই ভবিষ্যতের জন্য আমাদের নতুন পদক্ষেপ নিতে হবে।

স্বদেশ এর প্রধান নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, বর্তমানে তাপপ্রবাহ জনজীবনে সংকট তৈরি করছে এবং আগামী প্রজন্মের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে। যদি এখনই আমরা গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে উদ্যোগী না হই, তবে এ বিপর্যয়ের মূল মাশুল আমাদের সন্তানদেরই দিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আবদুল হামিদ, আব্দুস সামাদ, সিদ্দীকুর রহমান, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, মফিজুল ইসলাম, আজিজুল বারী প্রমূখ।

এই প্রচারণায় স্থানীয় জনসাধারণ, পরিবেশবিদ, শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। তাদের সমন্বিত প্রচেষ্টায় এ আন্দোলন কপ২৯ সম্মেলনের আন্তর্জাতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এবং তাপমাত্রা হ্রাসের মাধ্যমে একটি সুরক্ষিত পৃথিবী নির্মাণের আহ্বান জানায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!