খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা

গেজেট ডেস্ক

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহণে নিয়োজিত সব ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের কোভিড টিকার আওতায় আনা সম্ভব নয় জানিয়ে চারটি শর্ত দিয়ে অনির্দিষ্টকালের জন্য পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। আগামী ৯ জুন বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তাঁরা। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ এ তথ্য জানিয়েছেন।

হারুন উর রশিদ জানান, কোভিড টিকা ও সনদ ছাড়াই ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য নিয়ে প্রবেশ করায় দেশে ভারতীয় ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় বন্দরের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের কোভিড টিকা গ্রহণ ও সনদের দাবি জানিয়ে আসছিলেন। এই দাবির পরিপ্রেক্ষিতে রোববার রাতে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন এই হঠকারি সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সেক্রেটারি ধিরাজ অধিকারী বাবাই একটি পত্র দিয়ে আমাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ভারতের ব্যবসায়ীদের দেওয়া চারটি শর্ত হলো—আগামী ৮ জুনের মধ্যে সব ট্রাকচালক ও তাঁদের সহকারীদের টিকা দেওয়া সম্ভব নয়, কারণ ভারতজুড়ে টিকার অভাব রয়েছে। আগের মতো সন্ধ্যা ৬টা পর্যন্ত আমদানি-রপ্তানি চালু রাখতে হবে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে একক সিদ্ধান্ত না নিয়ে উভয়পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্যান্য স্থলবন্দরের মতো হিলি স্থলবন্দরেও ট্রাক পারাপার স্বাভাবিক রাখতে হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!