ভারত থেকে আমদানি করা আলু ভর্তি ট্রাক দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ভারতীয় আলুর প্রথম চালান নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
গত ৩০ অক্টোবর কয়েকজন আমদানিকারক আলু আমদানির অনুমতির আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ১২ আমদানি কারককে ৩১ অক্টোবর রাতে ১২ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি দেয়া হয়।
এদিকে, আমদানির খবরে প্রতি কেজিতে পাঁচ থেকে ছয়টা কমেছে আলুর দাম।
এর আগে হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমার আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ২ হাজার ৫০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে। ভারত থেকে এলসি (ঋণপত্র) চালানের মাধ্যমে এসব আলু আমদানিতে ভারতে ১৭ টাকা কেজি খরচ পড়বে। ভারতের শুল্ক খরচ কেজিতে ২ টাকা। আর বাংলাদেশে শুল্ক খরচ না নিলে পরিবহন খরচ বাদে ৩০ টাকা কেজিতে বিক্রি করা সম্ভব। আর এসব আলু দেশে এলে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম আরও কমবে।’
খুলনা গেজেট/ টিএ