খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

হিন্দু পরিবারে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে পাইকগাছা বিএনপি’র সম্পাদককে শোকজ

গেজেট ডেস্ক

পাইকগাছার হিন্দু ব্যবসায়ী শিবপদ মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হককে শোকজ করেছে খুলনা জেলা বিএনপি। কারণদর্শানো নোটিশ প্রাপ্তির পাঁচদিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৮ আগস্ট) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক লোকজন দিয়ে সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী শিবপদ মন্ডলের বাড়িতে হামলা করে আনুমানিক ১৪/১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা নিয়ে সমগ্র বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। যাতে বাড়ীর সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। বাড়ীর সামনে রাখা শিবপদ মন্ডলের মাইক্রোবাসটিও জ্বালিয়ে দেয়। শিবপদ মন্ডল বিএনপিকে জানায় তার ক্ষতির পরিমান আনুমানিক ২৮ থেকে ৩০ লাখ টাকা। এছাড়া বহু হিন্দু বাড়িতে হামলা করে লুটপাট করিয়েছেন, যারা ভয়তে মুখ খুলতে সাহস পাচ্ছে না। পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল মজিদ গোলদারকে মারধর করেছেন। এরআগেও বহুবার জেষ্ঠ্য বিএনপি নেতা মজিদকে লাঞ্চিতও মারধর করেছেন। এসব ঘটনার প্রেক্ষাপটে পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হককে শোকজ করা হয়েছিল। জবাবে ভবিষ্যতে এধরনের কর্মকান্ড না করার অঙ্গীকার করেছিলেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, আপনার নির্দেশে আপনার লোকজন তাঁতীদল পাইকগাছা উপজেলার যুগ্ম-আহ্বায়ক মনিরের বাসায় হামলা করেছেন এবং মোটা অংকের টাকা দাবি করেছেন, লতা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সম্পাদক খোকন গাজী ও তার ছেলে ইকবাল গাজীকে আপনার লোকজন লাঠি দিয়ে বেদম প্রহার করে। পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন বিএনপি’র কর্মী হায়দার মোল্লা ও তার ভাই মতিয়ার মোল্লাকে আপনার নির্দেশে হবি মোল্লার নেতৃত্বে লাঞ্চিত ও মারধর করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা উপজেলা বিএনপি’র সভাপতির সাথে রাজনীতি করেন।

দীর্ঘ ১৭ বছর রাজপথে থাকা সমস্ত ত্যাগী কর্মীদের উপর আপনার নির্দেশে আপনার লোকজন মারধর, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। প্রাক্তন সেনা সদস্য নজরুল ইসলামকে ইউএনও অফিসের ভিতরে অকথ্যয় ভাষায় গালিগালাজ করেছেন এবং ইউএনও অফিসের বাহিরে লাঞ্চিত ও মারধর করেছেন। আরো অনেকে আছে যারা ভয়তে মুখ খুলতে সাহস পাচ্ছে না। আপনার এ সকল কর্মকান্ড স্পষ্ট দলীয় শৃংখলা পরিপন্থী । অত্রএব কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা পত্র প্রাপ্তির ৫ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন নেতৃবৃন্দ।।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!