লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে। গত মাসে বৈরুতের দক্ষিনাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর আজ উপ-প্রধান নাঈম কাশেমকে নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে হিজবুল্লাহ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে এএফপি।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ‘শুরা কাউন্সিল শেখ নাঈম কাশেমকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে বেছে দিতে রাজি হয়েছে।’
নাসরাল্লাহ নিহত হওয়ার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিল প্রধান হাশেম সাফিএদ্দিনের নাম বিবেচনায় ছিল।
তবে নাসরাল্লাহর পর তিনিও ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হন।
হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা নাঈম কাশেম (৭১) ১৯৯১ সাল থেকে সংগঠনের উপ-মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
নাঈম কাশেমের জন্ম ১৯৫৩ সালে। ইসরায়েল-লেবানন সীমান্তে কিফার ফিলা গ্রামে বেড়ে ওঠেন তিনি।
২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নাসরাল্লাহসহ হিজবুল্লাহর বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে আসা বন্ধ করলেও নাঈম নিয়মিত জনসম্মুখে এসে বক্তব্য রেখেছেন।
২৭ সেপ্টেম্বর ব্যাপক বিমান হামলায় নাসরাল্লাহ নিহত হওয়ার পর তিন বার জনসম্মুখে এসে বক্তব্য দিয়েছেন তিনি।
খুলনা গেজেট/এএজে