খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কবীর সুমন

বিনোদন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন হাসপাতালে থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছেন। এ খবরে তার ভক্ত-অনুরাগীরা ভীষণ আনন্দিত ও স্বস্থিবোধ করছেন। সুমনের অসুস্থার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সবাই চিন্তিত হয়ে পড়েছিলেন।

জানা গেছে, শনিবার বিকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আগের থেকে অনেকটাই ভালো আছেন এ শিল্পী। আইসিইউতে তার চিকিৎসা চলছিল, তবে সেখানে সংক্রমণের আশঙ্কা থাকায় শারীরিক অবস্থার উন্নতি হতেই কবীর সুমন বাড়ি যাওয়ার অনুমতি পেয়েছেন।

তবে বাড়িতেই তাকে পর্যবেক্ষণে রাখবে মেডিকেল বোর্ড। শিল্পীর ফুসফুসে পানি জমেছিল। হাসপাতালে থাকাকালীনই তা বের করে দেওয়া হয়। এখন আগামী কয়েকদিন চিকিৎসকদের পরামর্শমতোই তাকে জীবনযাপন হবে।

সোমবার (২৯ জানুয়ারি) বাড়িতেই অসুস্থ বোধ করেন কবীর সুমন। শ্বাসকষ্ট হচ্ছিল। দ্রুত তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়েছে, ফুসফুসেও সংক্রমণ ছিল। সুমনকে হাসপাতালে দেখতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রীই সাংবাদিকদের জানান, সুমনের অবস্থা স্থিতিশীল।

কবীর সুমনের পরিবারের সদস্য এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে যা জানা যায়, সুমনের ঠান্ডা লাগার ব্যাপারটি অনেক আগে থেকেই রয়েছে। প্রতি শীতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

এবারেও একই কারণে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এবার সঙ্গে ছিল হৃদযন্ত্রের সমস্যা। হাসপাতালে থাকাকালে তার যাবতীয় পরীক্ষা করা হয়েছে। যথাযথ চিকিৎসা চলছিল।

এদিকে সুমনের অসুস্থতার খবরে সংস্কৃতিপ্রেমী সংগীতপ্রেমী মহলে সাড়া পড়ে যায়। তখন সুমন তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগির সেরে উঠব। চিন্তা করবেন না।’

খুলনা গেজেট/ এএজে

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!