সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন চিত্রনায়ক আলমগীর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে ১৭ দিন চিকিৎসা শেষে বুধবার (৫ মে) বাসায় ফিরেছেন দেশবরেণ্য এই অভিনয়শিল্পী।
নায়ক আলমগীর জানান, হাসপাতালে ডা. রাশেদুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া আরো কয়েকজন চিকিৎসক সার্বক্ষণিক তার দেখভাল করেছেন। হোমলি এনভায়রনমেন্টে ছিলেন এই অভিনেতা।
আলমগীর বলেন, ‘আজ সকালে চিকিৎসক এসে জানালেন, আপনি পুরোপুরি সুস্থ। এখন বাসায় যেতে পারবেন। বাসায় গিয়ে আমাকে প্রথম কয়েক দিন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফিরতে পেরে খুব ভালো লাগছে।’
১৮ এপ্রিল জানতে পারেন আলমগীর করোনায় আক্রান্ত। কিন্তু তার স্ত্রী রুনা লায়লা কোভিড-১৯ নেগেটিভ। ওই দিন বিকেলেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় আলমগীরকে।
পারিবারিক টানাপড়েন, সামাজিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে সফল আলমগীর। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।
খুলনা গেজেট/কেএম