হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান এমপি। বুধবার রাতে ঢাকার গুলশানের বাসভবনে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুরে শামীম ওসমানের একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়নের ফেসবুক আইডি থেকে শামীম ওসমানের অসুস্থতা ও হাসপাতালে ভর্তির বিষয়টি জানানো হয়।
অয়ন ওসমান জানান, প্রাথমিকভাবে তার অসুস্থতায় ঘাবড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আব্বু এখন ভালো আছেন। গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি, আশা করছি শুক্রবার (২৪ মার্চ) তাকে রিলিজ দিয়ে দিবেন চিকিৎসকরা। এর আগে একটি অস্ত্রোপচার হয়েছিল, সেখানে তিনি ব্যথা অনুভব করায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন। আমি নারায়ণগঞ্জবাসীর কাছে আব্বুর জন্য দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন, তিনি (শামীম ওসমান) এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। শামীম ওসমানের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
খুলনা গেজেট/কেডি