খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখিয়ে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

গেজেট ডেস্ক

প্রধানমন্ত্রীর ভারত সফরসঙ্গীর তালিকা থেকে বাদ পড়ার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে নিয়ে নানা আলোচনার মধ্যে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখিয়ে এসেছেন।

পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. শেখ ফয়েজ আহমদ।

তিনি বলেন, উচ্চ রক্তচাপ, ভার্টিগোসহ শারীরিক কিছু সমস্যার কারণে তিনি বিএসএমএমইউতে এসেছিলেন। “রোববার সন্ধ্যায় ভার্টিগোর সমস্যায় পড়েন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রক্তচাপও বেশি ছিল। তখন বললাম, স্যার একটু চেকআপ করে নেন। চেকআপ না করে প্লেনে ওঠা ঠিক হবে না। প্রথমদিকে স্যার রাজি ছিলেন না, তবে একটু খারাপের দিকে যাওয়ায় আজ আমাদের ডিপার্টমেন্টে এসেছেন।”

ডা. শেখ ফয়েজ জানান, বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যানসহ কয়েকজন চিকিৎসক পররাষ্ট্রমন্ত্রীকে দেখেছেন। তারা কিছু পরীক্ষা করতে দিয়েছেন। কয়েকটি পরীক্ষার ফল পাওয়া গেছে, বাকিগুলো পেতে এক দিন সময় লাগবে।

“বাকি রিপোর্টগুলো কাল পাওয়ার পর সবাই মিলে সিদ্ধান্ত নেবেন যে উনার করোনারি এনজিওগ্রাম করতে হবে কি না।”

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রোববার দুপুরেই সংবাদ সম্মেলন করেছিলেন মোমেন। তখন পর্যন্ত তার ভারত সফরে যাওয়ার কথা ঠিক ছিল। তবে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রওনা হন, তখন দেখা যায় যে সফরসঙ্গীদের মধ্যে পরররাষ্ট্রমন্ত্রী নেই।

ভারতের এক সফরে নিজের কিছু বক্তব্য নিয়ে সম্প্রতি দেশে সমালোচনায় পড়েছিলেন মোমেন। তা তার এই সফরে বাদ পড়ার কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অসুস্থতার কারণে ভারত যাননি মোমেন।

তার অসুস্থতা নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে বলেন, “প্রশ্ন করতে পারেন, তাহলে উনি গতকাল অফিসে গেলেন কীভাবে? কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়। কিন্তু এরকম হাই লেভেল ভিজিট করা সম্ভব নয়।”




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!