খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

হাসপাতালের বিছানায় বসেই পেলেন অবসরভাতার চিঠি

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালের বিছানায় বসেই পেলেন অবসরভাতার চিঠি। অনাকাঙ্খিতভাবে চিঠি পেয়ে আবেগে কেঁদে ফেললেন অবসরে যাওয়া সহকারি শিক্ষক হরিদাস রায়। মূহুর্তের মধ্যে পরিবর্তন হলো তার চেহারা। আনন্দ আর উচ্ছাস দেখা দিলো তার মধ্যে। এ সময় উপস্থিত ছিল তাকে দেখতে আসা সহকর্মী ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারি ও স্বজনেরা। ঘটনাটি ঘটেছে খুলনার স্থানীয় একটি ক্লিনিকে।

আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে খুলনার স্থানীয় ক্লিনিকে দেখতে আসেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম ও তার সহকর্মীরা। সাথে উপহার হিসাবে নিয়ে আসেন অবসর ভাতার চিঠি। তুলে দেন নানা জটিলতায় পরে অবসরভাতা না পেয়ে হতাশায় পরা সহকারি শিক্ষক হারিদাস রায়ের কাছে।

চিঠি পেয়ে হরিদাস রায় বলেন, সত্যিই আজ আমি আনন্দিত। ১৯৮৬ সালে আমি যোগ দেই বটিয়াঘাটা জলমা কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০২২ সালের ২২ জানুয়ারি অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) যাই। ২০২৩ সালের ২২ জানুয়ারি পূর্ণাঙ্গ অবসরে যাই। এর মধ্যেই আমার অবসরভাতা পাওয়ার কথা। কিন্তু আমি অবসরভাতা পাই না।

কারণ হিসাবে তৎকালিন জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, যেহেতু এই স্কুলের জমি নামজারিতে সমস্যা রয়েছে তা ঠিক না হওয়া পর্যন্ত অবসরভাতা বন্ধ থাকবে। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক হওয়ায় আমাকে এই সংকটে পরতে হয়েছে। আমি নামজারি করার চেষ্টা করে প্রায় শেষের পথে নিয়ে এসেছি। এর মধ্যে আমি অসুস্থ হয়ে পরেছি। আমার চার মেয়ে ও এক ছেলে। ছেলেটা প্রতিবন্ধী হওয়ায় নগদ আয়ের পথ নেই বললে চলে। ক্লিনিকের বিল পরিশোধ করাও প্রায় কষ্টের কারণ হয়ে দাড়াতে পারে। তার মধ্যে এই উপহার পেয়ে আমি সত্যিই আনন্দিত।

এ প্রসঙ্গে খুলনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, আমি ২৭ আগস্ট দাকোপে যাচ্ছিলাম। হঠাৎ করে ঠিক করলাম জলমা কচুবুনিয়া স্কুলটি পরিদর্শন করবো। পরিদর্শনকালে প্রধান শিক্ষিকা নির্মলা মন্ডল ঘটনাটি জানান এবং বলেন শিক্ষক হরিদাস রায় হাসপাতালের বিছানায়। আমি তাৎক্ষনিকভাবে ঘটনাটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাই। তার কাছ থেকে শুনে সকল জটিলতা কটিয়ে চিঠি করার জন্য অফিসকে নির্দেশ দেই। সেই চিঠি নিয়েই আজ আমার সহকর্মীদের নিয়ে দিতে এসেছি। দিতে পেরে আমিও আনন্দিত।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর বলেন, স্কুলের নামজারি না হওয়ায় একটু সংকট হয়েছিল। তারপর আমি ২৪ আগস্ট তার অবসরভাতার কাগজটি জেলা শিক্ষা অফিসে পাঠিয়েছি।

প্রধান শিক্ষক সমিতির কো চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এই ধরনের ঘটনা ঘটেছে শুনেছি। তবে জেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যতটুকু শুনেছি তিনি যশোরে থাকা কালেও এমন অনেক কাজ করেছেন।

রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানস রায় বলেন, সারাজীবনের অর্জিত অর্থ পেতে দেরি হলে সংকটে পরতে হয়। হরিদাস রায় তার সংকটময় মূহুর্তে যতটুকু পেল তা বিরল।

হরিদাস রায়ের কন্যা শ্রিপ্রা রায় বলেন, বাবা তার ন্যায্য পাওনা পেয়েছে দেখে আমরা দারুণ খুশী। তবে এমন ভোগান্তিতে আর যেন কেউ না পড়ুক তা দেখার জন্য কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!