টেস্টের আঙিনায় প্রবেশ করার পর প্রথম আফগান ব্যাটসম্যান হিসাবে ডাবল সেঞ্চুরি করলেন হাশমতউল্লাহ শহিদি।
চতুর্থ উইকেটে অধিনায়ক আসগর আফগানের সঙ্গে তার রেকর্ড ৩০৭ রানের জুটি জিম্বাবুয়ের বিপক্ষে আবুধাবিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনে আফগানিস্তানকে পৌঁছে দিল রানের পাহাড়ে।
বৃহস্পতিবার চার উইকেটে ৫৪৫ রানে তারা প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এটি পঞ্চম সর্বোচ্চ টেস্ট ইনিংস। সর্বোচ্চ ৫৯৮/৯ ডিক্লেয়ার ইংল্যান্ডের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে।
টেস্টে আসগর আফগান ও রহমত শাহর পর তৃতীয় ব্যাটসম্যান হিসাবে তিন অঙ্কের রান করলেন হাশমতউল্লাহ। ৮৬ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করা এই বাঁ-হাতি টপঅর্ডার ব্যাটসম্যান নিজের পঞ্চম টেস্টে ২০০ রানে অপরাজিত থাকেন ৪৪৩ বল খেলে।
২১টি চার ও একটি ছয় তার ইনিংসের শোভা বাড়ায়। অধিনায়ক আসগর আফগান ১৬৪, ওপেনার ইব্রাহিম জাদরান ৭২ ও নাসির জামাল ৫৫ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ে দিনশেষে ৫০/০।
দুই ওপেনার প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা যথাক্রমে ২৯ এবং ১৪ রানে অপরাজিত। প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ী জিম্বাবুয়ে পিছিয়ে ৪৯৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান প্রথম ইনিংস ৫৪৫/৪
ডিক্লেয়ার (ইব্রাহিম জাদরান ৭২, রহমত শাহ ২৩, হাশমতউল্লাহ শহিদি ২০০*, আসগর আফগান ১৬৪, নাসির জামাল ৫৫*।
রায়ান বার্ল ১/৬৯)। জিম্বাবুয়ে প্রথম
ইনিংস ৫০/০ (প্রিন্স মাসভাউরে
২৯*, কেভিন কাসুজা ১৪*)।
খুলনা গেজেট/কেএম