হেনরি লারসন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্টেম সেল ক্ষেত্রের একজন বিখ্যাত বিজ্ঞানী, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ১৪৪৫ হিজরির রমজানের প্রথম দিনে তিনি রোজা রাখেন এবং তারাবিহ নামায আদায় করেন এবং শীঘ্রই ওমরাহ নামায আদায় করবেন।
তিনি স্টেম সেল মেডিসিনের ক্ষেত্রে একজন নেতৃস্থানীয় বিজ্ঞানী, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক এবং সম্প্রতি বংশগত অন্ধত্বের চিকিৎসার জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক অনুমোদিত স্টেম সেল ওষুধের উদ্ভাবক।
এর আগে, সুপরিচিত আমেরিকান কর্মী, লেখক এবং প্রাক্তন যাজক শন কিং ঘোষণা করেন যে তিনি এবং তার স্ত্রী রমজানের প্রথম দিনে মুসলমান হয়েছেন।
উল্লেখ্য, অধিকৃত গাজা উপত্যকায় ইসরাইল কর্তৃক পরিচালিত গণহত্যার প্রেক্ষাপটে সমগ্র পশ্চিমা বিশ্বে বিখ্যাত ব্যক্তি ও বিখ্যাত ক্রীড়াবিদসহ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছেন।
খুলনা গেজেট/এনএম