খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগে ফের শুনানি ২৬ মে

হারের পর যা বললেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। যার দুটিতেই আগে ব্যাট করে জয় পায় টাইগাররা। এজন্য আজ (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে স্কোরবোর্ডে ভালো সংগ্রহ জমা করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারে ৩ উইকেটের ব্যবধানে।

ম্যাচ হেরে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, উইকেটের চরিত্র বুঝতে পারেননি তারা। ১০৪ রানের সংগ্রহ ১২০ পার করতে পারলে এই ম্যাচেও জেতা সম্ভব ছিল।

মাহমুদউল্লাহ বলেন, ‘এই মাঠে রান তাড়া করা সবসময়ই কঠিন। তাই আমরা আগে ব্যাট করেছি। আমরা মনে হয় উইকেট ভালো মতো বুঝতে পারিনি। এই উইকেটে ১২০ রান হলে ভালো হতো। আমরা ১০-১৫ রান কম করেছি। এর মধ্যেও বোলাররা ভালো করেছে। এই রান নিয়েও খেলাটা আমরা ১৯তম ওভারে এনেছি। তবে ব্যাটসম্যানদের আরও সতর্ক ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে হবে।’

সঙ্গে যোগ করেন মাহমুদউল্লাহ, ‘আজকের উইকেট এই সিরিজের সবচেয়ে কঠিন উইকেট ছিল। আমরা এখান থেকে তেমন কিছু নিতে পারিনি। ব্যাটিংয়ের সময় যে সুযোগ পেয়েছি, সেটার সুবিধা নিতে পারিনি।’

বাংলাদেশ দল স্কোরবোর্ডে ১০৪ রানের পুঁজি পেলেও ম্যাচে ছিল বেশ ভালোভাবে। যদিও এক ওভারে ৫ ছক্কা খেয়ে ৩০ রান দেন সাকিব। মূলত ওই ওভারেই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন ডেন ক্রিশ্চিয়ান।

ওই প্রসঙ্গে মাহমুদউল্লাহ জানালেন, ‘সাকিবের ওভারটা গুরুত্বপূর্ণ ছিল। ওই ওভারে উইকেট পেলে পরিস্থিতি পাল্টে যেত। ক্রিশ্চিয়ান ক্রিজে এসেই দ্রুত রান করেছে, টানা ৪ (৫) ছক্কা মেরেছে। টি-টোয়েন্টি ম্যাচে এমন হতে পারে। আমরা জানি সাকিব চ্যাম্পিয়ন বোলার। সে ভালোভাবেই ঘুরে দাঁড়াবে।’

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!