১.
জীবন সায়াহ্নে হারিয়ে যায়, দেহের শক্তি বাহুবল, বিলাস
বাসনা,
কুয়াশা ম্লান আকাশের অন্ধকারে হারিয়ে যায় কভু,
সমুদ্রযাত্রার গতিপথ।
নদীপাড় ভাঙ্গনে, হারিয়ে যায় বসতভিটা, বৃক্ষরাজি
দালানকোঠা, গ্রামীণ জনপদ।
ঘূর্ণিঝড়ের তান্ডবে হারিয়ে যায় সবুজ বনানী, গবাদিপশু
ঘরবাড়ী মানবসম্পদ।
দাবানলে পুড়ে যায় বিভিন্ন মহাদেশের বনভূমি, বিরান হয় বৃক্ষরাজি, জনপদ।
পাহাড়ী ঢলে, প্রবল বন্যায় – বাঁধ ভাঙা জোয়ারে ভেসে
যায় গৃহস্থালী সামগ্রী, হাতের সম্বল! সবকিছুয়
আজি, হৃদয় কাতর-বিহ্বল।
বন্যার স্রোতে ডুবে যায়; ফসলি জমি, রাস্তাঘাট,
মৎস্যঘের, খামার, পুকুর পাড়।
অসহায় জীবনে বেঁচে থাকার তাগিদে অশ্রুঝরে
বুকে, ঝরে চোখের অনল।
কালগ্রাসী বন্যার কবলে স্বজন হারায়, হারিয়ে যায়,
অনেক আত্মীয়-স্বজন।
বার্ধক্য এলে হারিয়ে যায় সৌন্দর্য, তারুণ্য, দেহের
লাবণ্য,- সুন্দর মুখশ্রী! থাকেনা তেমন শক্তি মনোবল।
কায়িক শ্রম ছাড়া, শতো ব্যস্ততায়ও কাটে না
সময়কাল – দিনক্ষণ, আগের মতন।
হারিয়ে যায় চোখের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি – জ্যোতি
মৃদু ঝলক-পলকের এ দু’নয়ন।
২.
বছর যায় ঋতু বদলায়, বদলায় রূপময় জীবন,
শুধু হারায় না ভালোবাসা, স্নেহমায়া, জ্ঞানীর কদর,
হারায় যে উচ্চাভিলাষী মন।
হারিয়ে যায় রাজার রাজ্য, শানশওকত, বংশগৌরব,
নিত্য বিনোদন, আড়ম্বর জীবন – সে যে মোগল সম্রাটের
আমল।
কয়লার খনি, সোনার খনির দুর্ঘটনায় সুড়ঙ্গপথে
কভু আটকে যায়, হারিয়ে যায়, অনেক শ্রমিক,
– দুর্বিষহ যাতনায়, দৈন্যদশায় পীড়িত জীবন। ওদের
পরিবার পরিজন, নাই কোন উপার্জনক্ষম।
বছর পেরিয়ে যায়, হারিয়ে যায় নানান প্রাণী
নানান প্রজাতি, পশুপাখি, চিল, ঈগল, উটপাখি,
হারায় জীববৈচিত্র্য অসংখ্য অগণন, হারায় –
প্রকৃতির সবুজ বাংলার সুন্দর স্বপন।
হারিয়ে যায়, পালকী, সোয়ারীতে বরযাত্রা,
বিয়ে বাড়ী নববধূ বরণ। হারিয়ে যাচ্ছে
মাঠের ঘোড়দৌড়, দু’চাকার গরুর গাড়ী, ঘোড়ার
– গাড়ী প্রচলন, নিত্য ভ্রমণ, চিত্তবিনোদন!
ধীরে ধীরে বিভিন্ন জাতি, গোত্রের হারিয়ে গেছে
প্রাচীন মুদ্রা, তাম্রলিপি, শিলালিপি, বংশতালিকা,
প্রাচীন বাংলা পুঁথির পাণ্ডুলিপি, হরেক রকম ডাকটিকেট,
হারিয়ে যায় প্রাচীন ভাষা, বর্ণমালা, মঙ্গলকাব্য
গ্রামীণ লোকগাঁথা, অপূর্ব ব্যঞ্জনার সাহিত্য অঙ্গন।
হারিয়ে যায় ছাত্রজীবন, সহপাঠী স্মৃতি, শৈশব –
কৈশোরের নিয়ত স্মৃতিচারণ।
ফেলে আসা দিনগুলি কতো সুন্দর, সুখময়, কর্মক্লান্ত
দিনগুলি সুন্দর সাফল্যে স্রষ্টার মহিমায় উজ্জ্বল হয়ে রয়।
সবকিছু স্মৃতির অ্যালবামে – আটকে রয়, কীর্তি
হয়ে রয়। ধর্মীয় জীবনবোধ, আদর্শ হয়ে রয়।