খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

হামলা ও মারপিটের মামলায় ৩১ নং ওয়ার্ড কাউন্সিলরসহ ৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

খুলনার লবনচরা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও কর্মচারীকে মারধরের অভিযোগে কেসিসি ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মিঠুসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। সোমবার ভোর রাতে লবনচরা থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক বলেন, রোববার রাতে ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মিঠুসহ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী মনিরের দোকানে উপস্থিত হন। এ সময়ে তারা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা চালায়। এরপর তারা দোকানের কর্মচারীকে মারধর করে।

পরবর্তীতে ব্যবসায়ী মনির কাউন্সিলর মিঠুর নাম উল্লেখসহ আরও ৭ জনের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। ভোর রাতে র‌্যাবের সহায়তায় মিঠু, শামসু ও মজিবরকে গ্রেপ্তার করা হয়। পরে অপরাপর আসামি হারুন, টুটুল ও হযরতকে গ্রেপ্তার করা হয়। কি কারণে ব্যবসায়ীর ওপর হামলা করা হয়েছে জানতে চাইলে ওসি এনামুল হক বলেন, তদন্ত চলছে। তদন্ত করে হামলার ব্যাপারে জানা যাবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!