‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র যুগ্ম সম্পাদক মোঃ আজাদুল হক আজাদ দুস্কৃতকারীদের হামলায় মারাত্মক জখম হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের খুলনা গেজেটকে জানান, পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করতে ‘আমার বৃহত্তর খুলনাবাসী’ সংগঠনের উদ্যেগে আগামী সোমবার সকাল ১০ টায় নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কর্মসূচি সফল করতে সাংগঠনিক কাজ শেষে রাতে টুটপাড়া সেন্ট্রাল রোডের বাসায় ফেরার পথে দুস্কৃতকারীরা রড দিয়ে মাথায় আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায়। চিকিৎসার জন্য প্রথমে তাকে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।
এদিকে সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ আজাদুল হক আজাদ এর উপর হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক সরদার আবু তাহের।