খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

হাই ভোল্টেজ ম্যাচে রাতে মেসি-রোনালদো দ্বৈরথ

ক্রীড়া প্রতিবেদক

দুই তারকার মধ্যে কে সেরা, এ নিয়ে তর্ক বহুদিনের। মেসি এখনও রয়েছেন বার্সেলোনায়; কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছেন জুভেন্টাসে। যে কারণে এই দু’জনের দ্বৈরথ দেখা যায় না প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে। এখন ভরসা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচই। তাও, রোনালদো রিয়াল ছাড়ার আড়াই বছর পর আবার মুখোমুখি হচ্ছেন বিশ্বের সেরা এই দুই তারকা।

একসময়ে ন্যু ক্যাম্প বহুবার দেখেছে দুই তারকার লড়াই। আজ (মঙ্গলবার) রাতে আরও একবার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো একে অপরের মুখোমুখি সেই ন্যু ক্যাম্পেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সামনে জুভেন্টাস। দুই দলের সাক্ষাতের চেয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মেসি-রোনালদো দ্বৈরথ। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

২০১৮ সালের ৬ মে ন্যু ক্যাম্পে সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিলেন মেসি এবং রোনালদো। লা লিগার ম্যাচ ছিল সেটি। সবচেয়ে মজার বিষয় হলো দু’জনের মুখোমুখি সেই ম্যাচে কেউ জেতেনি। ২-২ গোলে ড্র হয়েছিল। মেসি এবং রোনালদো, দু’জনই গোল করেছিলেন একটি করে।

সোমবার বার্সেলোনা তাদের টুইটারে একটি ছবি তুলে দেয়। মুখোমুখি বসে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। মজার বিষয় হল, বার্সেলোনা তারকার পাশে থাকা আয়নার উপরের দিকে লেখা রয়েছে, ‘জিওএটি’ (গ্রেটেস্ট অব অল টাইম)।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে স্পেন এবং ইতালির দুই সেরা ক্লাবকে ফেলা হয় একই গ্রুপে। এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি রোনালদো- মেসি। প্রথম সাক্ষাতে অবশ্য দু’জনের দেখা হয়নি। তখন রোনালদো ছিলেন করোনা আক্রান্ত।

বার্সাও ম্যাচটা জিতে নিয়েছিল ২-০ গোলে। পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। এবার ন্যু ক্যাম্পে জিতে মধুর প্রতিশোধ নিতে চাইবেন রোনালদো। যদিও বার্সা ও জুভেন্টাস আগেই শেষ ষোলোয় খেলা নিশ্চিত করে ফেলেছে। গ্রুপ ‘জি’তে বার্সা (৫ ম্যাচে ১৫ পয়েন্ট) সবার উপরে।

ক্লাবের গায়েও তারকা-দ্বৈরথের আঁচ লেগে গেছে। গত ২৯ অক্টোবর তুরিনে প্রথম সাক্ষাতে জুভেন্টাসকে ২-০ গোলে হারানোর পরে বার্সেলোনা টুইট করেছিল, ‘আমরা গর্বিত যে, তোমরাও মাঠে দেখতে পেলে জিওএটি-কে।’

পরিসংখ্যান জানাচ্ছে, রোনালদোর স্পেন ছেড়ে ইতালিতে পাড়ি দেওয়ার আগে স্প্যানিশ লা লিগায় দুই তারকার সাক্ষাৎ হয়েছে ৩৫ বার। মেসি জিতেছেন ১৬ বার। রোনালদোর জয় ১০টিতে। বাকি নয়টি থেকেছে অমীমাংসিত।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!