২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকরা। শনিবার (১ জুলাই) সকালে হলি আর্টিজানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৯টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা হলি আর্টিজানের অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
তারপর হলি আর্টিজানে আসেন ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা। তারা হলি আর্টিজানের অস্থায়ী বেদীতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে হলি আর্টিজানের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।
এরপর রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান হামলায় শহীদ দুই পুলিশ সদস্যের ম্যুরালে শ্রদ্ধা জানান বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।
পরে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের বলেন, জঙ্গি দমনে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।
খুলনা গেজেট/এসজেড