খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

হরিণাকুন্ডুতে ৭ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ১৩ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, গত মার্চ মাসে চলতি ২০১৯-২০ অর্থবছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় শহরতলির জোড়াপুকুরিয়া মান্দারতলা, পার্বতিপুর, বৈঠাপড়া, দিগনগর, পোলতাডাঙ্গা, আমেরচারাসহ বিভিন্ন এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে সাড়ে নয় কিলোমিটার সড়ক কার্পেটিংকরণ ও শহরের কারিগরপাড়া এলাকায় ১ কোটি টাকা টাকা ব্যয়ে একটি আরসিসি ড্রেন নির্মাণ কাজের টেন্ডার আহবান করা হয়।

এছাড়াও গত এপ্রিল মাসে এডিপি প্রকল্পের আওতায় রাস্তা সলিংকরণ, কবরস্থান উন্নয়ন ও কালভার্ট নির্মাণের জন্য আরও ৫২ লক্ষ টাকার টেন্ডার সম্পন্ন করা হয়।

রবিবার সকালে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার।

এসময় পৌরমেয়র শাহিনুর রহমান রিন্টু, প্রকৌশলী আখতারুজ্জামান কাজল, কার্য-সহকারি সাইফুল ইসলাম রানা, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, খাইরুল ইসলাম, সাকের আলী, সাইফুল ইসলাম, তফিকুল ইসলাম, আনিচুর রহমান লিটন, আবু আসাদ রুনু, নাসির উদ্দিন, মমতাজ বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!