খুলনা, বাংলাদেশ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে : সুপ্রিম কোর্ট
  সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকালে
  ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের

হরিণাকুন্ডুতে শোক দিবসের প্রস্তুতিমূলক সভা

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, থানা অফিসার ইনর্চাজ আব্দুর রহিম, স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ ।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম, গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, শরাফত দৌলা ঝন্টু, নাজমূল হুদা পলাশ, ছমির উদ্দীন, মুক্তিযোদ্ধা জামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমসহ হরিণাকুন্ডু উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধান।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইমাম, বিভিন্ন এনজিও প্রধানের উপস্থিতিতে এই করোনা কালীন সময় সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় শোক দিবসে জাতীর জনকের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন সহ র‍্যালী ও আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয় ।

এসময় ইউএনও সৈয়দা নাফিস সুলতানা সহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জাতীর জনকের হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল ও ন্যাক্কারজনক বলে দাবি করেন।

এছাড়াও তারা বলেন, ‘শেখ মুজিবুর রহমান না হলে আলাদা একটি ভূখন্ড, আলাদা একটি মানচিত্র আমরা পেতাম না।’ তারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে এদেশের মাটিতে ফাঁসি কার্যকরের দাবি জানান।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!