ঝিনাইদহের হরিণাকুন্ডু ১নং ভায়না ইউনিয়নের জোড়াদাহ বাজার এর ওপর দিয়ে চলাচলকারী প্রধান সড়কটি বেশ কিছুদিন যাবত মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিষয়টি অনেকেরই চোখে পড়ে কিন্তু সংস্কারে কেহ এগিয়ে না এলেও থেমে থাকতে পারেনি তরুণ সমাজ সেবক ও উদীয়মান রাজনৈতিক ব্যাক্তিত্ব ভায়না ইউনিয়নের গর্ব নাজমুল হুদা তুষার।
তিনি এই জনদুর্ভোগ সহ্য করতে না পেরে নিজ উদ্যোগে ও অর্থায়নে রাস্তাটি অস্থায়ীভাবে মেরামতের কাজ শুরু করেন এবং স্থানীয় কিছু লোকজনের সহযোগীতায় শুক্রবার ২৮/০৮/২০২০ তারিখ রাস্তার সংস্কার কাজ শেষ করেন। তার এই কাজে এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নাজমুল হুদা তুষার নিজ তদারকিতে ইটের টুকরো দিয়ে রাস্তা মেরামতের কাজ করছে ।
জোড়াদহ বাজারের মুদি দোকানী মোশারফ হোসেন বলেন, ‘রাস্তাটি চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছিল। চোখের সামনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে দেখেছি। তুষার ভায়ের প্রচেষ্টায় রাস্তাটি সংস্কার হওয়ায় আমরা খুবই উপকৃত হয়েছি।’
এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী কয়েকজন গাড়িচালক জানান, জোড়াদাহ বাজারের এই ভাঙাচুরা রাস্তাটি সংস্কারের ফলে আমাদের খুবই উপকার হয়েছে। আমরা অনেক ছোট বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। তাই আমরা আনন্দিত।
এ বিষয়ে জানতে চাওয়া হলে নাজমুল হুদা তুষার বলেন, ‘আমার বাবা (প্রয়াত ছরোয়ার আলম মন্ডল) সারা জীবন জনগনের জন্য কাজ করেছে আমি তার উত্তরসূরী হিসাবে এটা আমার দ্বায়িত্ব বলে মনে করি, আর দ্বায়িত্ববোধ থেকেই আমি এধরনের কাজ সাধ্যমতো করে থাকি, কোন কৃতিত্বের আশায় করি না। সরকারের দিকে চেয়ে না থেকে সমাজের সকল বিত্তবানদের এহেন কাজ করা উচিত বলে মনে করি।’
খুলনা গেজেট/এনএম