ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রপাতে গোলাপমুন্সী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে উপজেলার পার দখলপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের ইরা বক্সের ছেলে। এ সময় মামুন নামে আরও এক যুবক আহত হয়েছেন। এছাড়া শহরতলির শুড়া এলাকায় চায়না খাতুন নামে আরও এক নারী বজ্রপাতে আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মুষলধারে বৃষ্টি শুরু হয়।বৃষ্টির মধ্যেই মাঠে নিজের দুটি গাভী চরাচ্ছিলেন গোলাপ মুন্সী। তখন বজ্রপাতে তিনি আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় ওই মাঠে পারবর্তিপুর এলাকার মামুন নামে এক যুবক নিজের ছাগল চরানোর সময় বজ্রপাতে আহত হন।
অন্যদিকে শহরতলির শুড়া এলাকার গৃহবধূ চায়না খাতুন নিজ ঘরে গৃহস্থলির কাজ করার সময় আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনন্যা রহমান জানান, বজ্রপাতে আঘাত পেয়ে পুরো শরীর রক্তশূন্য হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। আহতরা শঙ্কামুক্ত আছেন।
হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম